Things Fall Apart by Chinua Achebe in Bengali summary CHINUA ACHEBE ( 1930- 2013) ১৯৩০ সালের ১৬ই নভেম্বর চিনুয়া আচেবি জন্মগ্রহণ করেন। তার লেখার মাধ্যমে আমরা আফ্রিকার কালো মানুষদের ওপর সাদা চামড়ার মানুষদের অত্যাচার ও নিপীরন খুঁজে পাই। তিনি ছিলেন মূলত একজন নাইজেরিয়ান লেখক। তিনি নিজেও একজন কালো চামড়ার মানুষ হওয়ায় নানান স্থানে বঞ্চিত হন। এমনকি তার লেখার মাধ্যমে সে সমস্ত দিক গুলি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। তবে তিনি কখনোই হার মেনে নেননি। তার বেশিরভাগ জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে। চাকরি জীবনে তিনি নাইজেরিয়ার ব্রডকাস্ট সার্ভিসে কাজ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তার লেখালেখি শুরু হয়। লেখক হিসাবে চিনুয়া আচেবি আফ্রিকা এবং পশ্চিমের দেশগুলির মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করেছিলেন। ১৯৫৮ সালে প্রকাশিত প্রথম উপন্যাস 'থিংস ফল অ্যাপার্ট' এর সুবাদে ব্যাপক পরিচিত লাভ করেছিলেন তিনি। মজার কথাাা এই যে এই উপন্যাসটি অনুবাদ হয়েছে ৫০ টিরও বেশি ভাষায়। তাছাড়া, বিশ্বজুড়ে উপন...
English literature, English Honours, English, Spoken English, UGC NET English, Literature, book review, poem, drama, novel, essay, poetry, Souravomnibus, Sourav Omnibus, English for exam, study, exam, grammar, English for all competitive exams, NET, Tet, English for university, University exams English, S ENGA, Shakespeare, biography, elegy, prologue,