Skip to main content

Things Fall Apart by Chinua Achebe in Bengali

 Things Fall Apart by Chinua Achebe in Bengali summary

             CHINUA ACHEBE ( 1930- 2013)

১৯৩০ সালের ১৬ই নভেম্বর  চিনুয়া আচেবি জন্মগ্রহণ করেন। তার লেখার মাধ্যমে আমরা আফ্রিকার কালো মানুষদের ওপর সাদা চামড়ার মানুষদের অত্যাচার ও নিপীরন খুঁজে পাই। তিনি ছিলেন মূলত একজন নাইজেরিয়ান লেখক। তিনি নিজেও একজন কালো চামড়ার মানুষ হওয়ায় নানান স্থানে বঞ্চিত হন। এমনকি তার লেখার মাধ্যমে সে সমস্ত দিক গুলি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।  তবে তিনি কখনোই হার মেনে নেননি। তার বেশিরভাগ জীবন  কেটেছে যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে। চাকরি জীবনে তিনি নাইজেরিয়ার ব্রডকাস্ট সার্ভিসে কাজ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তার লেখালেখি শুরু হয়।

লেখক হিসাবে চিনুয়া আচেবি আফ্রিকা এবং পশ্চিমের দেশগুলির মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করেছিলেন। ১৯৫৮ সালে প্রকাশিত প্রথম উপন্যাস 'থিংস ফল অ্যাপার্ট' এর সুবাদে ব্যাপক পরিচিত লাভ করেছিলেন তিনি। মজার কথাাা এই যে  এই উপন্যাসটি  অনুবাদ হয়েছে ৫০ টিরও বেশি ভাষায়। তাছাড়া, বিশ্বজুড়ে উপন্যাসটি প্রায় ১ কোটি কপি বিক্রি হয়। তার আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস 'অ্যান্টহিলস অফ দি সাভানা' (১৯৮৮ সালে) ।

আফ্রিকার রাজনীতি ও পশ্চিমাদের চোখে আফ্রিকা যেভাবে চিত্রিত হয় সে প্রসঙ্গটি ঘুরে ফিরে এসেছে চিনুয়া আচেবির রচনায়। আফ্রিকার অনেক লেখকের প্রেরণার উৎস তিনি। চিনুয়া আচেবির লেখা কারাগারের দেয়ালও ভেঙে দেয়-বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি একুশে মার্চ 2013 সালে আমেরিকার বোস্টনে মারা যান। 

Watch this video for more information . And please subscribe this channel for more videos.



Things fall apart - Characters/  চরিত্রসমূহঃ 


১/ Okonkwo - অকোনকো –  এই এই গল্পের প্রধান চরিত্র হলো অকনকো। সে এই গল্পের প্রধান চরিত্রের
পাশাপাশি একজন ট্র্যাজিক হিরো যার তিন স্ত্রী ও একাধিক সন্তান আছে। তার বাবা খুব অলস ও দুর্বল ছিল। আর এই বিষয়টা নিয়ে সে খুব কষ্ট পেতো। এমনকি তার বাবার জন্য তাকে আগবালা বলে ডাকা হতো। ওর মতো তিনিও দুর্বল শরীরের মানুষ হলেও মানসিকভাবে ছিলেন অনেক শক্তিশালী। এমনকি সে গ্রামের সবচেয়ে শক্তিশালী মল্লযোদ্ধা কেউ হারিয়ে দিয়েছিলেন। আর এরপর সে উমোফিয়া গোত্রের একজন সম্মানীয় ব্যক্তি তে পরিণত হয়। তবে উপন্যাসটি শেষ হয় তার করুণ মৃত্যুর মাধ্যমে। 

২/Unoka - উনোকা - অনোনকোর পিতা একজন দুর্বল ও অলস ব্যক্তি। তার সমাজে ছিলনা কোন সম্মান। এমনকি সে মারা যায় ঋণগ্রস্ত অবস্থায়। অকানকো  তার এই বাবার জন্য লজ্জিত থাকত। তবে তার বাবা খুব চালাক মানুষ ছিলেন। বাকপটু ও ছল চাতুরী করে অনেককেই সে ঠকিয়েছে। 

৩/ Nwoye - নুয়ে – অকোনকোর পুত্র। সে তার দাদুর মত অলস ছিল তাই অকনকো তাকে নিয়ে খুব চিন্তিত থাকতো।

৪। okoye - অকোয়ে -  অকোনকর একজন প্রতিবেশী। 
৫। Ikemefuna - ইকমেফিউনা -  অকোনকোর পালকপুত্র

৭।  Ekwefi - ইকওয়েফি – ২য় স্ত্রী
৮। Ojiugo - উজিউগোছোট স্ত্রী
৯। Ezinma - ইজিনমা  - কন্যা
১০। এমালিঞ্জ – মল্ল যোদ্ধা যাকে হারিয়ে অকোনকো চারিদিকে বিখ্যাত হয়ে যায়।       
১১। Ogbuefi Ezeudu - অগবুয়েফি এজেউডু -  গ্রামের মোড়ল
১২। Obierika - অবেরিকা – অকোনকোর বন্ধু
১৩।  Uchendu - উচেন্ডু -  অকোনকোর চাচা
১৪।  Obiageli  - অবিয়াগেলি – অকোনকোর প্রথম স্ত্রীর কন্যা
১৫।  Maduka - মাদুকা  - অবেরিকার পুত্র
১৬। Okagbue Uyanwa - ওকাগবু  - চিকিৎসক
১৭। Kiaga - কিয়াগা – নয়ে এবং অন্যান্য অনেককেই ধর্মান্তরিত করে
১৮। Nwakibie  - ওয়াইকিবি – একজন ধনী লোক যে অকোনকোকে ৮০০ বীজ দিয়ে সাহায্য করেছিলেন। 
১৯। Enoch – ইনচএকজন খ্রীষ্ট ধর্মগ্রহনকারী অতি উৎসাহী ব্যাক্তি
২০। Akunna আকুন্না -  উমোফিয়ার একজন গোত্Chielo -  Brown - মিঃ ব্রা
২৩। Reverend  James  Smith – জেমস স্মিথ -  মিঃ ব্রাউনের স্থলাভিষিক্ত
২৪। The District Commissioner – জেলা কমিশনার

Comments

Popular posts from this blog

Contrasting elements of 'Innocence' and 'Experience' in Blake's poetry 'The Lamb' and 'The Tyger'.

  Contrasting elements of 'Innocence' and 'Experience' in Blake's poetry 'The Lamb' and 'The Tyger'.   William Blake followed his own maxim   that “without contraries is no progression” when in 1794 he published together his 'Songs of Innocence' and 'Songs of Experience' the form and manner of a single book and also described his 'Songs' in the title page as "Showing the Two Contrary States of the Human Soul". ( 2). The two sets of 'Songs'   are very different from each other in character, and accordingly does the poet group his verses under two main headings.   ‘The Lamb' ( from 'Songs of Innocence') and 'The Tyger’( from 'Songs of Experience') are both representative poem of Blake. They celebrate two contrary states of human soul – innocence and experience. The 'Songs of Innocence' professes an imaginative vision of the state of innocence; the 'Songs of Experien...

Character of Captain Haddock in Tintin in Tibet

CHARACTER OF CAPTAIN HADDOCK IN TINTIN IN TIBET Written by Sourav Das Subscribe my YouTube channel Sourav Omnibus for English literature Captain Haddock is a fictional character in The Adventures of Tintin, the comic series by Belgian cartoonist Herge. He is one of Tintin’s best friend, seafaring pipe-smoking Merchant Marine Captain. He first appears on page 4 of the specially created weekly supplement, ‘Le Soir Jeunesse’, on January 9, 1941. We are always keen to learn the age of a character but Haddock’s character is of course fictitious and his creator remains silent about his age. Haddock was a seafaring captain and the archetypal sailor, depicted with a hot temper and capable of infuriating actions. He sailed for over twenty years. Tintin in Tibet (1960) is the twentieth adventure of Tintin. In Tintin in Tibet Captain Hoddock  is one of the most important character after Tintin. He is a middle aged person. His full name is Captain Archibald Haddock. Amongst the essential...

Indian English poem. Indianness . Night of the Scorpion, Goodbye party for Miss Pushpa T.S. and Ecology poem - Sourav Omnibus

This Blog is written by Sourav Das - www.YouTube.com/Souravomnibus Subscribe my YouTube channel Sourav Omnibus for English literature.  Some aspects of Indianess as reflected in Nissim Ezekiel's 'Night of the Scorpion' and 'Goodbye Party for Miss Pushpa T.S.' and A.K. Ramanujan's 'Ecology'.  ‘Night of the Scorpion' is one of the finest poems of Nissim Ezekiel and has been universally admired , for its admirable depiction of a common Indian situation , for its vivid and forceful imagery , for its bringing together of opposite , for it’s ironic contrasts , and for the warmth of human love and affection. It should that Ezekiel is a very Indian poet, rooted in the Indian soil ,and actually aware of the common human situation of  Indian life. The poet's mother stung by a scorpion is given multiple treatment, bringing in its sweep the world of magic and superstition, science , rationality and material affection. Let us begin by reading the poem. 'N...